Ushasie Chakraborty: ‘ব্রিগেড মানে উৎসব’, বললেন শ্যামল কন্যা ঊষসী
Ushasie Chakraborty: এ দিন ঊষসী চক্রবর্তী বলেছেন, "দাবি নিয়ে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন। তবে ব্রিগেড আমায় মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা রেখে বাঁচার শিক্ষার দেয়। এর সঙ্গে আমার অনেক বছরের স্মৃতি জড়িয়ে আছে। ব্রিগড মানেই উৎসব। সবাই মিলে এই হাঁটার সঙ্গে একটা আনন্দ রয়েছে সেইটাই আমি উপভোগ করছি।"
কলকাতা: দক্ষিণ কলকাতার হাজরা থেকে শুরু হয়েছে বামেদের মিছিল। র্যালিতে উপস্থিত রয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ, অভিনেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর মেয়ে ঊষসী চক্রবর্তী। হাজরা থেকে হেঁটে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে মিছিলটি।
এ দিন ঊষসী চক্রবর্তী বলেছেন, “দাবি নিয়ে রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন। তবে ব্রিগেড আমায় মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা রেখে বাঁচার শিক্ষার দেয়। এর সঙ্গে আমার অনেক বছরের স্মৃতি জড়িয়ে আছে। ব্রিগড মানেই উৎসব। সবাই মিলে এই হাঁটার সঙ্গে একটা আনন্দ রয়েছে সেইটাই আমি উপভোগ করছি।”
অপরদিকে শতরূপ ঘোষের দাবি, এই বারের ব্রিগেড তরুণদের। যাঁরা র্যালিতে পা মিলিয়েছেন তাঁদের অনেকেই কখনও ব্রিগেডে যায়নি। এই প্রথমবার তাঁরা হাঁটছেন। সিপিএম-এর যুবনেতা বলেছেন, “তৃণমূল চোর। নতুন করে বলার কিছু নেই। আর বিজেপি ধর্মের নামে রাজনীতি করে। ওদের সমর্থকরাও জানে ওরা কী। তবে বামপন্থীরা ক্ষমতায় এলে বিকল্প সরকার গঠিত হবে সেই আশ্বাস দিতেই পারি।”