
কলকাতা: বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের। রাজ্য বাজেটে এই প্রস্তাব দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বুধবার এই ঘোষণা হওয়ার পরও সন্তুষ্ট নয় আশাকর্মীদের একাংশ। কয়েকদিন আগেই নিজেদের দাবি দাওয়া নিয়ে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন আশাকর্মীরা। আর বাজেটে তাঁদেরই মোবাইল দেওয়ার কথা বলা হয়েছে।
বাজেট পেশ হওয়ার পর আশাকর্মীরা স্পষ্ট বলছেন, মোবাইলের থেকেও জরুরি ছিল ভাতাবৃদ্ধির দাবিপূরণ। রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ আশা কর্মীদের একাংশ।
‘পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নে’র রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানিয়েছেন, আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইলের দাবি অনেকদিন ধরেই ছিল। রিচার্জের খরচ দেওয়ার দাবিও জানানো হয়েছিল। তবে তাঁর মতে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা যে ধরনের কাজ করেন, তার জন্য মাসিক ভাতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। আশাকর্মীরা বলছেন, তাঁদের যা ভাতা দেওয়া হয়, তা অত্যন্ত কম। স্বাস্থ্য ভবনের তরফে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা কার্যকর হয়নি।
গত ৭ ফেব্রুয়ারি ভাতা বৃদ্ধির দাবি নিয়েই স্বাস্থ্য ভবন গিয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির আশ্বাস নিয়েই আশা কর্মীরা ফিরে গিয়েছিলেন সেদিন। বাজেটে দাবি পূরণ না হওয়ায় হতাশ আশাকর্মীরা। এবার তাঁরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন।