Panchayat Election 2023: আদালতের নির্দেশ মানছে না কেন্দ্রীয় বাহিনী! অভিযোগ তুলে নোডাল অফিসারকে চিঠি শুভেন্দুর

সৌরভ গুহ | Edited By: অংশুমান গোস্বামী

Jul 08, 2023 | 2:00 PM

শনিবার বেলা গড়াতেই বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ইনস্পেক্টর জেনারাল (আইজি)-কে চিঠি দিলেন শুভেন্দুর আইনজীবী। বিএসএফের আইজি ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। তাঁকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি দেওয়া হয়েছে।

Panchayat Election 2023: আদালতের নির্দেশ মানছে না কেন্দ্রীয় বাহিনী! অভিযোগ তুলে নোডাল অফিসারকে চিঠি শুভেন্দুর
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট শুভেন্দু

Follow Us

কলকাতা: মনোনয়ন পর্ব ঘিরে হিংসার সূত্রপাত। তার পর থেকে পঞ্চায়েত নির্বাচন ঘিরে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে বজায় ছিল হিংসার পরিবেশ। ভোটের দিনও তার অন্যথা হল না। শনিবার সকাল থেকেই একের পর এক গন্ডগোলের খবর এসেছে বিভিন্ন জেলা থেকে। ভোট ঘিরে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই পরিবেশে ভোট নিয়ে স্বাভাবিক ভাবেই বিরক্ত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অসন্তোষ গোপনও করেননি তিনি। রাজ্য পুলিশের উপর আস্থা কখনই রাখেননি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এ বার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকে প্রশ্নের মুখে তুললেন তিনি। আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না। এই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালত অবমাননার চিঠি দিলেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারকে।

শনিবার বেলা গড়াতেই বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ইনস্পেক্টর জেনারাল (আইজি)-কে চিঠি দিলেন শুভেন্দুর আইনজীবী। বিএসএফের আইজি ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। তাঁকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি দেওয়া হয়েছে। বিজেপি বিধায়কের আইনজীবীর অভিযোগ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করেনি ভোটের জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ আদালতের নির্দেশ অবমাননা করা হয়েছে।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জলঘোলা কম হয়নি। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার রাজ্যের পুলিশ দিয়েই ভোট করানোর সওয়াল করেছিল। কিন্তু তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। এর পর কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয়। সেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও একাধিক অভিযোগ উঠেছিল। এ বার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকেই প্রশ্নের মুখে দাঁড় করালেন শুভেন্দু অধিকারী।

Next Article