BREAKING: ডিজি রাজীব কুমারকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব

Messi Kolkata Tour: পুলিশের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে কমিটির তরফে। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। এরপর শোকজ করা হল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। রাজীব কুমারকেও ২৪ ঘণ্টা মধ্যে জবাব দিতে হবে।

BREAKING: ডিজি রাজীব কুমারকে শোকজ, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব
Image Credit source: TV9 Bangla

Dec 16, 2025 | 2:49 PM

কলকাতা: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ। শোকজ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে নির্দেশে গঠিত তদন্ত কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তৈরি হওয়া ওই কমিটির তরফে শোকজ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। একাধিক আধিকারিককেই শোকজ করা হয়েছে, তবে এভাবে রাজীব কুমারকে শোকজ করার ঘটনা কখনও ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউই।

গত শনিবার ফুটবলার লিওনেল মেসির উপস্থিতিতে তুুমুল বিশৃঙ্খলার ছবি সামনে আসে। মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে যায় গোটা স্টেডিয়াম। ঘটনার দিন মেসি মাঠে প্রবেশ করার আগেই উপস্থিত হয়েছিলেন রাজীব কুমার। ঘটনার পর সাংবাদিক বৈঠকও করেন ডিজি। সেই ঘটনায় এবার শোকজ করা হল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে।

শুধুমাত্র রাজীব কুমার নয়, কমিটির সুপারিশে বিধান নগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। ডিসিপি-র অনীশ সরকারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্রীড়া দফতরের সচিব রাজেশ কুমার সিনহার কাছে জবাব তলব করা হয়েছে। এছাড়া শনিবারের ঘটনার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে রাজীব কুমারকে শোকজের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, রাজীব কুমারের বিরুদ্ধে সেভাবে কখনও অভিযোগ উঠতে দেখা যায়নি। এমনকী কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন যে সময় রাজীব কুমারের বাসভবনে সিবিআই তল্লাশি চালাতে গিয়েছিল, সেই সময় প্রতিবাদে পথে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজীব কুমারকেই এবার শোকজ করা হল।

এদিকে, যুবভারতী-কাণ্ডে ইতিমধ্যেই কমিটির সুপারিশে সিট গঠন করা হয়েছে। সেই সিটের সদস্য হিসেবে থাকছেন জাভেদ শামিম, মুরলীধর শর্মা, সুপ্রতিম সরকারের মতো উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এদিকে, মেসি-কাণ্ডের জেরে মঙ্গলবারই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি লেখেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই আবেদন মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।