
কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবেন তিনি। গত বছরের ৯ ডিসেম্বর ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর জন্য ট্রাস্ট গঠনের কথাও জানান। কিন্তু, এবার সেই ট্রাস্টের নাম নিয়েই পিছু হঠতে হল ভরতপুরের বিধায়ককে। ট্রাস্টের নাম বাবরি মসজিদ ট্রাস্ট রাখতে চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আগেই সমস্ত রাজ্যকে জানানো হয়েছে, বাবরি মসজিদ নামে কোনও ট্রাস্ট গঠন করা যাবে না। তাই, ট্রাস্টের নাম বদলাতে চান তৃণমূল এই বিধায়ক।
সোমবার টিভি৯ বাংলাকে হুমায়ুন বলেন, “বাবরি মসজিদ ট্রাস্টের রেজিস্ট্রেশনের জন্য মাস দেড়েক আগে কলকাতার অফিসে আবেদন করেছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ওই অফিস। ওই অফিসের তরফে আনঅফিসিয়ালি জানানো হয়েছে, বাবরি মসজিদের নামে কোনও ট্রাস্ট করা যাবে না। যাঁরা পদাধিকারী, তাঁরাই থাকবেন। শুধু ট্রাস্টের নাম বদলাতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ট্রাস্ট থাকবে। কিন্তু, নাম বদলে দেব। ”
এরপরই তিনি জানান, “৯ জনের এক্সিকিউটিভ বডি থাকবে ওই ট্রাস্টে। আমরা নতুন নাম জমা দিলে ৭ দিনের রেজিস্ট্রেশন হয়ে যাবে।” ট্রাস্টের নাম পরিবর্তন করা হলেও মসজিদের নাম যে পরিবর্তন করবেন না, তা স্পষ্ট করে দিলেন হুমায়ুন। তিনি বলেন, “২০২৫ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেদিনে বোর্ডে বাবরি মসজিদই লেখা থাকবে।”
এর আগে হুমায়ুন কবীর বলেছিলেন, বাবরি মসজিদ তৈরির কাজ সম্পূর্ণ হতে ৩ থেকে ৫ বছর লাগবে।