Weather Update: কাঠফাটা রোদেও মিলল স্বস্তির খবর, ঝড়-বৃষ্টি চলবে ৪ দিন, কেমন থাকবে তাপমাত্রা

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 18, 2025 | 12:11 PM

Weather Update: বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও ভ্যাপসা গরম থাকছেই। সেই সঙ্গে শিলাবৃষ্টিতে আলু ও সব্জি চাষে আরও ক্ষতির ভয় রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

Weather Update: কাঠফাটা রোদেও মিলল স্বস্তির খবর, ঝড়-বৃষ্টি চলবে ৪ দিন, কেমন থাকবে তাপমাত্রা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: মার্চের মাঝামাঝি সময়েই এত গরম! রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা। প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলা। তাপপ্রবাহের সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। তবে আপাতত সেই তাপপ্রবাহে ইতি। গরমের মাঝে একটু স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল, মঙ্গলবার বিকেলেও কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে।

বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নামলেও ভ্যাপসা গরম থাকছেই। সেই সঙ্গে শিলাবৃষ্টিতে আলু ও সব্জি চাষে আরও ক্ষতির ভয় রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

মঙ্গলবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় জায়গায় জায়গায়। হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই মতো সন্ধ্যা হতেই হালকা বৃষ্টি হয় কোথাও কোথাও। ফলে, সারাদিনের কাঠফাটা রোদ পেরিয়ে কিছুটা শান্তি পায় সাধারণ মানুষ। তবে সেই স্বস্তি মাত্র কিছুক্ষণের। রাতে আবারও গরম বেড়ে যায়। এবার সেই পরিস্থিতি থেকে ছাড় মিলবে বলেই আশা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা।