কলকাতা: রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা। যার জেরে জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিস সূত্রে খবর, এই ঝড়বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে রবি ও সোমবার এবং উত্তরবঙ্গে শনি ও রবিবার কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর জেরে গোটা রাজ্যেই বৃষ্টিতে ভিজবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর। আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা ও হাওড়ায় নামতে পারে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুত।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর,বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে বজ্রপাতের জেরে প্রাণ হারিয়েছেন ১৬ জন। তাই এই সময় নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। আজ সকাল থেকেই ছিল প্যাচপ্যাচে গরম। রোদের তেজ ছিল মারাত্মক। যাঁরা বাইরে বেরিয়েছিলেন রীতিমতো নাজেহাল হতে হচ্ছিল তাঁদের। এরপর বেলা বাড়তেই পরিবর্তন হতে শুরু করে আবহাওয়া। গজরাতে থাকে মেঘ।
আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যে তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই, আশ্বাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। শুক্রবারও বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। দুপুরে, বিকেলে আরও কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল আপামর রাজ্যবাসীর। বেশির ভাগ জেলাতেই তাপপ্রবাহ দেখাগিয়েছিল। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল একাধিক জায়গায়। সেই অবস্থা থেকে অবশেষে মুক্তি পাওয়া গিয়েছে। আপাতত গরম বাড়ার আর কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।