
কলকাতা: মঙ্গলবার গোটা রাত ঘ্যানঘ্যানে বৃষ্টি চলেছে। বুধবার সকাল থেকেও এক নাগাড়ে পড়ে চলছে বৃষ্টি। সকাল থেকেই মুখ ভার করে রয়েছে আকাশ। তার সঙ্গী হয়েছে আবার বিদ্যুতের ঝলকানি। মাঝে-মধ্যে গুরু গর্জন শোনা যাচ্ছে মেঘের। কিন্তু কতক্ষণ থাকবে এই নাছোড় বৃষ্টি? আদৌ কি কমবে? কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়, পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাও ভাসবে বৃষ্টিতে। সকাল ১০টার মধ্যে এই জেলাগুলিতে তুমুল বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বজ্র বিদ্যুতেরও সর্তকর্তা জারি হয়েছে। সেই কারণে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় থাকার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।
এ দিকে, বৃষ্টির জেরে নিচু এলাকায় জমতে পারে জল। বাড়তে পারে ট্রাফিক সমস্যাও। ফলে অফিস টাইমে ভোগান্তির মুখে পড়তে পারেন সাধারণ মানুষ।
কিন্তু আশার খবর যে, বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে-ধীরে কমবে বৃষ্টি। ফের বাড়বে তাপমাত্রা। দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। শুধু তাই নয়, আবারও বাড়বে ভ্যাপসা গরমের অস্বস্তি। কিন্তু উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি চলবেই।