
কলকাতা: নিম্নচাপের জন্য কয়েকদিন আগেও বৃষ্টিতে ভেসেছে বাংলা। যার জেরে বিগত বেশ কয়েকদিন ধরে আকাশের কালো মুখ দেখছে দক্ষিণবঙ্গবাসী। একটানা বৃষ্টিতে নাজেহাল হওয়ার জোগাড়। রবিবার ঝিরিঝিরি হলেও সেই অর্থে মুষলধারে বৃষ্টি হয়নি। এই আবহে এবার দুঃখের খবর দিল আলিপুর আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, নতুন করে আবার নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ উপকূলে। সেটি এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। দু’দিনে ওড়িশা-ঝাড়খণ্ডের দিকে এগোবে।
হাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে ২৯-৩০ দক্ষিণ বঙ্গে বৃষ্টি চলবে। ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। অন্যান্য জেলায় মাঝারি হলাকা বৃষ্টি হবে।
৩০ জুন দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারি বৃষ্টি হবে। বাকি জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা। ১ জুলাই বৃষ্টির পরিমাণ কমবে। বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা,পুরুলিয়াতে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। ২৯-৩০শে জুন কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি চলবে। তারপর বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে।
অপরদিকে উত্তরবঙ্গে ৩০ জুন দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলায় হালাকা থেকে মাঝেরি বৃষ্টি চলবে। মৎসজীবীদের ১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা।