Weather Latest Update: বুধবারের পর থেকে বড় পাল্টি আবহাওয়ার, বিরাট খবর জানাল হাওয়া অফিস

Weather Update: আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২০-২১শে মার্চের আগে অর্থাৎ রবিবার বাঁকুড়া,বীরভূম,পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে তাপপ্রবাহ চলবে।

Weather Latest Update: বুধবারের পর থেকে বড় পাল্টি আবহাওয়ার, বিরাট খবর জানাল হাওয়া অফিস
কী বলছে আবহাওয়া অফিস?Image Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 15, 2025 | 3:34 PM

কলকাতা: আলিপুর আবহাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, শনিবার থেকে তাপপ্রবাহের সতর্কতা ছিল। সেই মতো আজ সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। প্রাথমিকভাবে মনে হচ্ছিল বৃষ্টি হবে। কিন্তু তা হয়নি। উল্টে সকাল থেকেই গুমোট গরম ছিল। তবে এর মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২০ ও ২১ মার্চ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার আগে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমাঞ্চলে। তবে কলকাতায় আজ উষ্ণ দিন, উপকূলে থাকবে ভ্যাপসা গরম।মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২০-২১শে মার্চের আগে অর্থাৎ রবিবার বাঁকুড়া,বীরভূম,পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে তাপপ্রবাহ চলবে। এর পাশাপাশি জানা যাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আগামিকাল তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। যার জেরে আজকের মতোই ভ্যাপসা গরম অনুভূত হবে। এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান,পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া ও পূর্ব মেদিনীপুরে।