Weather Latest Update: হাড় কাঁপানো শীতে বদলে গেল মর্নিং স্কুলের সময়, জারি বিজ্ঞপ্তি

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ১৮ ডিগ্রিতে থমকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের কামড় এখানেই শেষ নয়। আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে 'শীতল দিন'-এর সতর্কতা।

Weather Latest Update: হাড় কাঁপানো শীতে বদলে গেল মর্নিং স্কুলের সময়, জারি বিজ্ঞপ্তি
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 06, 2026 | 11:30 PM

কলকাতা: শীতের দখলে গোটা বাংলা। হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমতো জবুথবু অবস্থা সকলের। শুধু বাংলা নয়, গোটা উত্তর ভারতও ঠান্ডায় কাঁপছে। ঘন কুয়াশার ঠেলায় মঙ্গলবারও ছিল ‘শীতল দিন’। আজ রোদ না ওঠায় পর পর ২ দিন ‘কোল্ড ডে’ বাংলায়। তবে ওই যে, গোটা উত্তর ও উত্তর পূর্ব ভারতেরই একই অবস্থা। ইতিমধ্যেই অসম সরকার নির্দেশ দিয়েছে, প্রবল শীতের জন্য এবার থেকে কয়েকদিন সকালের স্কুল দেরিতে শুরু হবে।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ১৮ ডিগ্রিতে থমকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের কামড় এখানেই শেষ নয়। আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ‘শীতল দিন’-এর সতর্কতা। অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকছে।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, কাল বীরভূমে শৈত্যপ্রবাহের কমলা সতর্কতাও জারি করা হয়েছে।বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমানে। এখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি শীতল দিন-এর সতর্কতা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।

বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে,  বীরভূম। এখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার শীতল দিনের হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।