কলকাতা: নাহ যাহ ঠান্ডার মজা তা আপাতত পেয়ে গিয়েছেন বঙ্গবাসী। কারণ এই মুহূর্তে আর আপাতত তাপমাত্রা কমার পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। নেই বৃষ্টিপাতেরও সম্ভাবনা। ফলত, হালকা ঠান্ডা নিয়েই এখনও অবধি খুশি থাকতে হবে বাঙালিকে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, এই মুহূর্তে নেই কোনও নিম্নচাপ। বৃষ্টিপাতেরও তেমন কোনও সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না। বাধা পাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি চলছে। আগামী এক সপ্তাহ এমনটাই চলবে।
হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আপাতত উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রির কাছাকাছি। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে।
শুধু মহানগর নয়, জেলাতেও ঠান্ডার অনুভূতি আগের থেকে কমেছে। জেলার বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। আবহবিদরা বলছেন, এখনই শীত ফেরার সম্ভাবনা কম। আগামী কয়েকদিন ঠান্ডা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।