কলকাতা: না! দক্ষিণবঙ্গের দিকে মুখ তুলে চাইছে না প্রকৃতি। ফলে গরমের নাজেহাল দশা থেকে এখনই স্বস্তি নেই। কোনও সুখবরই দিতে পারছে না আলিপুর আবহাওয়া অফিস। উল্টে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গ যখন পুড়ছে গরমে সেই সময় উত্তরবঙ্গে আবার অতি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বেশ সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে বিপাকে পড়তে পারে উত্তরবঙ্গ-সিকিম। ইতিমধ্যেই উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কয়েকটি জায়গায় একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিরও আশঙ্কাও রয়েছে। অধিক বৃষ্টির কারণে ধস নামতে পারে দার্জিলিং,সিকিম,কালিম্পংয়ে। তিস্তা,জলঢাকা,সঙ্কোশ,তোর্সা নদীতে জল বাড়ার আশঙ্কা রয়েছে।
এ দিকে, দক্ষিণবঙ্গের এখনই বদলাবে না। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তিনদিন পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত পুরুলিয়াতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। তবে সপ্তাহের শেষে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির আশা রয়েছে। শনি-রবিবার গরমের দাপট খানিকটা কমতে পারে।