Weather Update: বর্ষার দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর, রাজ্যের একাধিক জেলায় নামবে ভারী বৃষ্টি

Weather Update: আজ, শুক্রবারও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। এছাড়া উত্তরবঙ্গের ৬ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Weather Update: বর্ষার দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর, রাজ্যের একাধিক জেলায় নামবে ভারী বৃষ্টি
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 16, 2025 | 5:56 PM

কলকাতা: আগেভাগেই সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অনেকদিন ধরেই বর্ষা কড়া নাড়ছে দরজায়। কলকাতায় যখন ভ্যাপসা গরমে আপনি ঘামছেন, ওদিকে তখন বর্ষা প্রায় এসেই পড়েছে। ভূখণ্ড থেকে আর বেশি দূরে নেই। এরই মধ্যে আবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার যে রিপোর্ট সামনে এসেছে, তাতে ডানা যাচ্ছে সময়ের আগেই বর্ষা এসে হাজির হচ্ছে দক্ষিণের রাজ্য কেরলে। সাধারণত এই রাজ্যে বর্ষা প্রবেশ করলেই আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমন চিহ্নিত করে মৌসম ভবন। হাতে গোনা মাত্র কয়েকদিন বাদেই আসতে চলেছে সেই মুহূর্ত।

সাধারণত প্রতি বছর ১ জুন বর্ষার আসে। তবে এবার তার থেকে আগেই আসছে বর্ষা। আগামী ২৮ মে-র আগেই কেরলে ঢুকে পড়বে বর্ষা। শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। উত্তর-পূর্ব ভারতেও বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

আগামী ৩-৪ দিনে গোটা আন্দামানেই ঢুকে পড়বে বর্ষা। আর মে মাসের শেষে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশা আছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাংলায় বর্ষা কবে ঢুকবে? এখনও সেই পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।

তবে বর্ষা প্রবেশ করতে কিছুটা সময় লাগলেও বৃষ্টির পূর্বাভাস একেবারে স্পষ্ট। আগামী দু’সপ্তাহে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত দক্ষিণবঙ্গে। আজ, শুক্রবারও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে। এছাড়া উত্তরবঙ্গের ৬ জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।