West Bengal Winter: সোমবার থেকে পুরোপুরি ঘুরে যেতে পারে আবহাওয়ার খেলা, কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর

West Bengal Weather: বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার দাপট ভালই দেখা যাচ্ছে। যার প্রভাবে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। মাঘ মাসের প্রথম তিন দিন শীতের স্পেল জারি থাকলেও আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে ঘুরে যাবে হাওয়া।

West Bengal Winter: সোমবার থেকে পুরোপুরি ঘুরে যেতে পারে আবহাওয়ার খেলা, কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর
কী বলছে পূর্বাভাস? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 15, 2026 | 10:34 PM

কলকাতা: বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। কিন্তু সোমবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরেই। হাওয়া অফিস বলবছে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে ভালই শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু সোমবার থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে মাঘের শুরুতেই শীতের দাপট কমার ইঙ্গিত যে মিলছে তা বলাই যায়। 

বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার দাপট ভালই দেখা যাচ্ছে। যার প্রভাবে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। মাঘ মাসের প্রথম তিন দিন শীতের স্পেল জারি থাকলেও আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে ঘুরে যাবে হাওয়া। তবে শীত চলে যাওয়ার আগে বিগত কয়েক সপ্তাহের মতোদক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি একই থাকলেও শনিবার থেকে সোমবারের মধ্যে কুয়াশার ঘনত্ব আরও বেশ কিছুটা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

কুয়াশার দাপট সবথেকে বেশি দেখা যাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে এই জেলাগুলি। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতেও ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে যান চলাচলে কিছুটা সমস্যা হতে পারে। একই অবস্থা হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী শনি ও রবিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট সবথেকে বেশি থাকবে।