Weather Report: বৃষ্টি গায়েব, সপ্তাহ শেষেই খেল দেখাবে গরম, আবহাওয়ার পুরো আপডেট একনজরে

Weather Report: মঙ্গলবার, গোটা উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দু-এক জায়গাতেও হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

Weather Report: বৃষ্টি গায়েব, সপ্তাহ শেষেই খেল দেখাবে গরম, আবহাওয়ার পুরো আপডেট একনজরে
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 05, 2025 | 7:26 PM

কলকাতা: গত সপ্তাহটা স্বস্তিতেই কেটেছে। সপ্তাহের মাঝে একাধিকবার বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। তাপমাত্রাও কমেছিল অনেকটাই। তবে সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রার বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া হবে শুষ্ক।

মঙ্গলবার, গোটা উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দু-এক জায়গাতেও হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ৭ তারিখ, বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ৮ মে থেকে ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলির ঝড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইবে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

আগামিকাল ৬ তারিখ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রতি ঘন্টায় এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, সপ্তাহের শেষে অস্বস্তিকর গরম বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গে।