West Bengal Weather: দিনের আবহাওয়ায় ভুলবেন না, রাত হলেই পাল্টি খাবে…! শীতের কী আপডেট দিল আলিপুর

Winter Update: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। নতুন করে তাপমাত্রা কমেনি দক্ষিণবঙ্গে। ৬.২ ডিগ্রি থেকে ৬.৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল শ্রীনিকেতনের পারদ। তবে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় শৈত্য প্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি যে বজায় থাকবে, তা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।

West Bengal Weather: দিনের আবহাওয়ায় ভুলবেন না, রাত হলেই পাল্টি খাবে...! শীতের কী আপডেট দিল আলিপুর
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 07, 2026 | 9:09 PM

কলকাতা: রেকর্ড ঠান্ডা পড়েছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। সোমবার ও মঙ্গলবার অনেকটাই নেমে গিয়েছিল পারদ। দমদমে ১০ ডিগ্রির নীচে নেমে যায় তাপমাত্রা। হাড়কাঁপানো শীতে জবুথবু অবস্থা হয়েছিল গোটা বাংলার। রোদেরও দেখাও পাওয়া যায়নি দু’দিন। অবশেষে আজ, বুধবার রোদের দেখা মিলতেই আবহাওয়া কিছুটা আরামদায়ক হল বঙ্গে। দিনের শেষে জানা গেল ঠিক কতটা বদল হল আবহাওয়ার।

বুধবার সকাল থেকেই কুয়াশা কেটে রোদ উঠতে দেখা গিয়েছে। আর তাতেই চড়ল দিনের পারদ। দিনের শেষে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, একদিনে ৪ ডিগ্রি বাড়ল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। গত দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রির উপরে ওঠেনি। সেখানে আজ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ২২ ডিগ্রি সেলসিয়াস। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

শুধুমাত্র দক্ষিণে নয়, কুয়াশার দাপট কমেছে উত্তরবঙ্গেও। সর্বোচ্চ তাপমাত্রা সাড়ে ৬ ডিগ্রি বাড়ল জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনে পারদ চড়লেও রাতে কনকনে শীতেরই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। আগামী ৩ দিন পর রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়তে পারে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। নতুন করে তাপমাত্রা কমেনি দক্ষিণবঙ্গে। ৬.২ ডিগ্রি থেকে ৬.৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল শ্রীনিকেতনের পারদ। তবে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় শৈত্য প্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি যে বজায় থাকবে, তা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা আপাতভাবে বাড়লেও আরও দুই দিন শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কিছু জেলায়।