West Bengal Weather: বাংলায় ‘কোল্ড ডে’ চলছে এখনও, কোথাও ৫, কোথাও ১ ডিগ্রিতে নেমেছে পারদ

Winter Update: দক্ষিণবঙ্গের সাত জেলায় আগেই ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

West Bengal Weather: বাংলায় কোল্ড ডে চলছে এখনও, কোথাও ৫, কোথাও ১ ডিগ্রিতে নেমেছে পারদ
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 09, 2026 | 10:34 AM

কলকাতা: ধার কমছে শীতের। শীতের কোপে যে জবুথবু অবস্থা হয়েছিল, তা থেকে কিছুটা মুক্তি মিলল চারদিন পর। আজ, শুক্রবার ১২ ডিগ্রির ঘরে পৌঁছল কলকাতার পারদ। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। সামান্য হলেও তাপমাত্রা বেড়েছে পশ্চিমাঞ্চলেও। তবে জাঁকিয়ে শীতের বিদায় এখনই নয়। তাপমাত্রা নামবে আবারও।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে শীত

আবহাওয়াবিদরা বলছেন, আগামিকাল, শনিবার ১১ ডিগ্রির ঘরে থাকতে পারে কলকাতার পারদ। রবিবার থেকে ধীরে ধীরে ২ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস দেওয় হয়েছে। আরও অন্তত ৪-৫ দিন শীতের সম্ভাবনা। বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম।

কলকাতার পারদ চড়লেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এখনও ১০-এর অনেকটাই নীচে। শুক্রবার শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে ৫.৬ ডিগ্রিতে, যা এই মরসুমে সবথেকে কম।

দক্ষিণবঙ্গের সাত জেলায় আগেই ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উত্তরে কনকনে শীত

উত্তরবঙ্গের তিন জেলায় শীতল দিনের পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। ৪৮ ঘন্টায় সেই শীতল দিন বজায় থাকবে বলে জানা গিয়েছে। দিনভর কনকনে ঠান্ডার অনুভূতি থাকবে। উত্তরবঙ্গের কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের পরিস্থিতি। পাশাপাশি উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সেখানেও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

অন্যদিক, রাজধানী দিল্লিতেও কনকনে শীত শুরু হয়েছে। শুক্রবার এই মরসুমে প্রথমবার ৫ ডিগ্রির নীচে নেমেছে দিল্লির তাপমাত্রা। ৪.৬ ডিগ্রিতে দিল্লির সফদরজংয়ের পারদ।

বাংলার কোথায় কত তাপমাত্রা দেখে নিন একনজরে:

দার্জিলিং- ১.৮ ডিগ্রি

শ্রীনিকেতন- ৫.৬ ডিগ্রি

জলপাইগুড়ি- -৬.৬ ডিগ্রি

কোচবিহার- ৭ ডিগ্রি

সিউড়ি- ৭.২ ডিগ্রি

বাঁকুড়া- ৭.৪ ডিগ্রি

কল্যাণী- ৭.৫ ডিগ্রি

ঝাড়গ্রাম- ৭.৮ ডিগ্রি

পুরুলিয়া, আসানসোল- ৮ ডিগ্রি

বর্ধমান, বহরমপুর- ৯ ডিগ্রি

কাঁথি, ব্যারাকপুর- ১০ ডিগ্রি

দমদম- ১১.৪ ডিগ্রি

আলিপুর- ১২.১ ডিগ্রি