Weather Today: শুরু হয়েছে হার না মানা লড়াই, কলকাতাকে জোর টক্কর দিচ্ছে দমদম

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 19, 2024 | 10:16 AM

Today Weather Update: ঠান্ডা হাওয়ার জোগানে টান পড়তেই বাড়ল গরম। শীতের পর এই প্রথম ৩০ ডিগ্রির ঘরে তাপমাত্রা।মেদিনীপুরের তাপমাত্রা পৌঁছে গেল ৩১.৫ ডিগ্রিতে।

Weather Today: শুরু হয়েছে হার না মানা লড়াই, কলকাতাকে জোর টক্কর দিচ্ছে দমদম
কলকাতার আবহাওয়া
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: ফেব্রুয়ারি শেষ হয়নি। বাংলায় চলছে ফাল্গুন। ঋতুবৈচিত্র্য অনুযায়ী বসন্তকাল। মূলত, এই সময়টাই হালকা ঠান্ডার আমেজ মজে থাকে বাঙালি। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। বাইরে বেরলেই লাগছে গরম। ফলে ফেব্রুয়ারির শুরুতেই গরম কাহিল করছে বাঙালিকে। শীতের পর এই প্রথম ৩০ ডিগ্রির ঘরে তাপমাত্রা। পারদ চড়ার দৌড়ে কলকাতা আর দমদম যেন একে অপরকে টেক্কা দিয়েছে। কলকাতার পাশাপাশি দমদমেও ৩০ ডিগ্রির চৌকাঠ পার পারদের। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছবে।

হাওয়া অফিস বলছে, সকালে যেমন গরম লাগবে, তবে রাতেও পরিস্থিতি তেমন বদলাবে না। কলকাতা সহ জেলাগুলিতে রাত্রিবেলাও গরম অনুভূত হবে। এ দিকে, কলকাতা আর দমদমের থেকেও তাপমাত্রা বাড়ার দৌড়ে এগিয়ে মেদিনীপুর। সেখানের তাপমাত্রা পৌঁছে গেল ৩১.৫ ডিগ্রিতে। তবে এই গরমের মধ্যেও একটাই আশা। আর এক থেকে দু’দিন পরই নামবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে। ২২ ফেব্রুয়ারি কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস।

আপাতত আর শীত ফেরার কোনও সম্ভাবনাই নেই বলছে আলিপুর হাওয়া অফিস। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ধীরে ধীরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তে শুরু করেছে। কপালে স্বেদবিন্দুও দেখা দিচ্ছে। অর্থাৎ শীত যে এবার পাততাড়ি গোটাচ্ছে তা বুঝিয়ে দিচ্ছে প্রকৃতিই।

Next Article