
কলকাতা: বিশ্ব জুড়ে চলছে ভ্যালেন্টাইস সপ্তাহ। গোলাপ, চকোলেট দেওয়ার দিন পেরিয়েছে। এবার ভ্যালেন্টাইনস ডে-র প্রস্তুতি। প্রিয় মানুষের জন্য উপহার কেনার পালা। দোকানগুলিও উপহারের পসরা সাজিয়ে ফেলেছে। সেই ১৪ ফেব্রুয়ারি আবহাওয়া কেমন থাকবে, সেই রিপোর্ট দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী শুক্রবার, ভ্যালেন্টাইনস ডে। অনেকেরই অনেক পরিকল্পনা রয়েছে এই দিনটা জুড়ে। তাই সেদিন মিঠে রোদ পিঠে মেখে ঘুরে বেড়াতে পারবেন, নাকি ঘামে ভিজে হয়রান হতে হবে, সেটা জেনে নেওয়া দরকার।
মঙ্গলবার সকাল থেকেই বেশ বোঝা যাচ্ছে, তাপমাত্রা বেড়েছে। সকালে একটু ঠাণ্ডা হাওয়া দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ গরম অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ঝঞ্ঝা হাজির হয়েছে আবার, তাই শীতের এমন দফারফা। একদিনে তাপমাত্রা বাড়ল প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু কলকাতা নয়, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলা, যেখানে শীতে কাবু হয়েছিলেন বাসিন্দারা, সেখানেও তাপমাত্রা বাড়ল আরও কিছুটা। ১৫.২ ডিগ্রিতে পৌঁছেছে বাঁকুড়ার পারদ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকারই সম্ভাবনা। বুধবার, বৃহস্পতিবারও তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না। তবে ভ্যালেন্টাইন্স ডে-তে ফিরবে হালকা ঠান্ডা। অর্থাৎ ওইদিন ফের একটু শীতের অনুভূতি পাওয়া যাবে।