
কলকাতা: আগামী সাত দিন ধরে দক্ষিণবঙ্গে চলবে টানা বৃষ্টি। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের নিম্নচাপ উপকূল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। খুব ধীরগতিতে আগামী দুদিনে এটি উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। তার জেরে বৃ্ষ্টি।
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল দিনভর বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে।
শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা। নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
উত্তরবঙ্গের উপরের দিকেও পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।