
কলকাতা: সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে রাজ্য়ের বিভিন্ন জেলায়। দুপুরে কলকাতাও ভিজেছে বৃষ্টিতে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকে তাপমাত্রাও কমেছে অনেকটাই। আর সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সন্ধ্যায় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘের উপস্থিতির কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েক ঘণ্টার জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। বিকেল থেকেই বইছে ঝোড়ো হাওয়া। সন্ধ্যার পর ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হতে পারে শিলাবৃষ্টিও। বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে।
পাশের রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বিকেলে। সাদা শিলে ঢেকে গিয়েছে শহর। বৃহস্পতিবার বিকেলে ঘন কালো মেঘে ঢেকে যায় আসানসোলও। পুরুলিয়া, হুগলির মতো জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইছে।
এদিকে, জলপাইগুড়িতে চা বাগান পরিচর্যা করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক যুবকের। জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নগর বেরুবাড়ি গ্রামের ঘটনা। বিশ্বজিৎ অধিকারী নামে ওই যুবক বাড়ির সামনে নিজেদের ছোট চা বাগানে গিয়েছিলেন। হঠাৎ শুরু হয় বৃষ্টি, বজ্রপাতও শুরু হয়। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয়েছে যুবকের।