
কলকাতা: কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি (Rain) নামছে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (Weather Update)। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো দমকা হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দক্ষিণ ২৪ পরগনা জেলার ওই এলাকাগুলির জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সময়ে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আগামী ২৭ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ, চলতি সপ্তাহে দুই বঙ্গেই গরমের অস্বস্তি অনেকটা কম অনুভূত হবে।
বৃহস্পতিবার জামাইষষ্ঠী রয়েছে। আর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, জামাইষষ্ঠীতে রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে কম-বেশি বৃষ্টি নামবে। ফলে জামাইষষ্ঠীতে প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই রেহাই মিলবে রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার ক্ষেত্রে আজকেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা খুবই কম। তবে আগামিকাল জামাইষষ্ঠীতে কলকাতা শহরে ঝেঁপে বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামী ২৫ ও ২৬ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরের উপরের দিকের জেলাগুলি অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহে তীব্র গরম থেকে আপাতত কিছুটা রেহাই মিলবে রাজ্যবাসীর। কারণ, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিনে রাজ্যের তাপমাত্রা খুব বেশি বাড়বে না। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। এরপর ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রার পারদ আরও কিছুটা কমতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।