Weather Update: আজও কি বৃষ্টি কলকাতায়? আবহাওয়া দফতরের পূর্বাভাসে বাড়ছে শঙ্কা

Kolkata Weather update: গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আর সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

Weather Update: আজও কি বৃষ্টি কলকাতায়? আবহাওয়া দফতরের পূর্বাভাসে বাড়ছে শঙ্কা
আজও কি বৃষ্টি ভোগাবে শহরবাসীকে?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 24, 2025 | 8:56 AM

কলকাতা: কলকাতায় জলযন্ত্রণার এখনও ২৪ ঘণ্টা কাটেনি। সোমবার রাত থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শহর। বুধবার সকালে শহরের কিছু অংশ জল এখনও থাকলেও বেশিরভাগ জায়গায় জল নেমে গিয়েছে। এই আবহে বুধবার কেমন থাকবে শহরের আবহাওয়া? ফের কি বৃষ্টি হতে পারে? কী বলছে আবহাওয়া দফতর?

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামি ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আর সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল সকাল সাড়ে ৬টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭.৬ মিলিমিটার। আর গতকাল সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি হয়েছে ৩.৬ মিলিমিটার।

এদিন দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। আগামিকাল বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নতুন নিম্নচাপের জেরে পঞ্চমীতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুজোর চারদিনও ভোগাতে পারে নিম্নচাপের বৃষ্টি। ফলে বাঙালি সবচেয়ে বড় পুজোর আনন্দে জল ঢালতে পারে বৃষ্টি।