কলকাতা: প্রায় ১৫ দিন ধরে প্রবল তাপপ্রবাহ একেবারে নাস্তানাবুদ করে ফেলেছিল সাধারণ মানুষকে। গত সপ্তাহে কিছুটা স্বস্তির স্বাদ পায় বঙ্গবাসী। পরপর কয়েকদিন বৃষ্টি, সন্ধ্যে হলেই ঝড়, তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি কমিয়ে দিয়েছিল। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা এতটাই নেমে গিয়েছিল যে রাত হলে ঠাণ্ডার অনুভূতি হতে শুরু করেছিল। কিন্তু সেই আরামের দিন এবার শেষ! হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত সে কথাই বলছে।
বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দেওয়ার পাশাপাশি রীতিমতো সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবার শুরু হচ্ছে তাপপ্রবাহ। একাধিক জেলায় হিটওয়েভের প্রভাবে তাপমাত্রা বাড়বে অনেকটাই। সেই সঙ্গে কলকাতায় পড়বে ভ্যাপসা গরম। বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমের চার জেলায় আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী শনি ও রবিবার বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহ চলবে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তার জেরেই পারদ চড়বে। ৪১-৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। ভ্যাপসা গরম নাকাল করবে কলকাতাবাসীকে। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, গরমের হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া চলবে সেখানেও।
এদিকে, বর্ষা কবে ঢুকবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়তে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী রবিবার (১৯ মে) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে। সাধারণভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে ২২ মে নাগাদ। তবে এবার নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করেছে দ্বীপপুঞ্জে। প্রবল গরমের মধ্যেই বর্ষা প্রবেশ করার খবর স্বাভাবিকভাবেই আশা জোগাচ্ছে সাধারণ মানুষকে।
কলকাতা: প্রায় ১৫ দিন ধরে প্রবল তাপপ্রবাহ একেবারে নাস্তানাবুদ করে ফেলেছিল সাধারণ মানুষকে। গত সপ্তাহে কিছুটা স্বস্তির স্বাদ পায় বঙ্গবাসী। পরপর কয়েকদিন বৃষ্টি, সন্ধ্যে হলেই ঝড়, তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি কমিয়ে দিয়েছিল। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা এতটাই নেমে গিয়েছিল যে রাত হলে ঠাণ্ডার অনুভূতি হতে শুরু করেছিল। কিন্তু সেই আরামের দিন এবার শেষ! হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত সে কথাই বলছে।
বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্বাভাস দেওয়ার পাশাপাশি রীতিমতো সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবার শুরু হচ্ছে তাপপ্রবাহ। একাধিক জেলায় হিটওয়েভের প্রভাবে তাপমাত্রা বাড়বে অনেকটাই। সেই সঙ্গে কলকাতায় পড়বে ভ্যাপসা গরম। বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিমের চার জেলায় আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী শনি ও রবিবার বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহ চলবে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তার জেরেই পারদ চড়বে। ৪১-৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। ভ্যাপসা গরম নাকাল করবে কলকাতাবাসীকে। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, গরমের হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া চলবে সেখানেও।
এদিকে, বর্ষা কবে ঢুকবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়তে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী রবিবার (১৯ মে) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে। সাধারণভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে ২২ মে নাগাদ। তবে এবার নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করেছে দ্বীপপুঞ্জে। প্রবল গরমের মধ্যেই বর্ষা প্রবেশ করার খবর স্বাভাবিকভাবেই আশা জোগাচ্ছে সাধারণ মানুষকে।