কলকাতা: অবশেষে আন্দামানে ঢুকল বর্ষা। তবে বাংলার জন্য দুঃসংবাদ। আবারও বাংলায় তাপপ্রবাহের সতর্কতা। আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে আগামী চার দিনে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ১ জুনের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চল্লিশের উপর তাপমাত্রা পৌঁছে যাবে। ২ তারিখ থেকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতাবার্তা রয়েছে। ৩ তারিখ এই চার জেলা-সহ নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
বাদবাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আগামী ২ দিনে তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশপাশে ঘুরবে। আগামী ২ দিনে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
সামান্য বৃষ্টি হলেও তা হতে পারে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায়। আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা আরও বাড়বে। অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।
উত্তরবঙ্গে ওপরের পাঁচটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনে উত্তরবঙ্গে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তিন তারিখ উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। তবে বুধবার, ৩১ মে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।
অবশেষে আন্দামানে এল বর্ষা। নির্ধারিত সময়ের ৮ দিন পরে আন্দামানে বর্ষা। ১৯ মে নিকোবরে বর্ষা আসে। তারপর দুর্বল হয়ে পড়ে মৌসুমী বায়ু। অবশেষে মৌসুমী বায়ু শক্তিশালী হয়েছে। তবে এবার কেরলেও দেরিতে ঢুকবে বর্ষা। ৪ জুন বর্ষা ঢুকতে পারে দেশের মূল ভূখণ্ডে।