West Bengal Weather Update: বৃষ্টি কি আদৌ কমবে? সামনে এল গোটা সপ্তাহের আবহাওয়ার আপডেট

West Bengal Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা আরও সক্রিয়। বর্তমানে নিম্নচাপের অবস্থান রয়েছে ঝাড়খণ্ডে। এছাড়া আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এর প্রভাবেই আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather Update: বৃষ্টি কি আদৌ কমবে? সামনে এল গোটা সপ্তাহের আবহাওয়ার আপডেট
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 02, 2025 | 12:01 PM

কলকাতা: কোথাও কম। কোথাও বেশি। গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আপাতত বৃষ্টি থামার যে কোনও লক্ষ্মণ নেই তা স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা আরও সক্রিয়। বর্তমানে নিম্নচাপের অবস্থান রয়েছে ঝাড়খণ্ডে। এছাড়া আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এর প্রভাবেই আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি হবে?

বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় ঢেলে বৃষ্টি হবে।

শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে।

শনিবার দক্ষিণবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে রবিবার থেকে বৃষ্টি কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সব জেলাতে।

উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?

উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিচের দিকে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।

বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়িতে দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি।

বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ির পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা।

শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং কালিম্পং,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি।