
কলকাতা: রবিবার বৃষ্টি হয়েছে। কিন্তু গরম কমেনি। সোমবার সকাল থেকেই তেতেপুড়ে যাচ্ছে চারদিক। গলদঘর্ম অবস্থা হচ্ছে সকলের। কিন্তু কবে থেকে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি? প্রশ্ন বঙ্গবাসীর। কী বলছে আলিপুর আবহাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে।
এর মধ্যে মঙ্গল ও বুধবার কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলাতে।
শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের পূর্বাভাস রয়েছে। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও ছত্তিশগঢ়ে আরও কিছু অংশে এবং আগামী দুই-তিন দিন পশ্চিমবঙ্গ বিহার, ঝাড়খন্ড, গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে।