
কলকাতা: রাত পোহালেই রথোৎসব। এবারের রথে বাংলায় একটা আলাদাই উন্মাদনা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারপর আবার উইকএন্ড! স্বাভাবিকভাবেই একটা লম্বা ছুটির আমেজ। অনেকেই অনেক প্ল্যান করেছেন। কিন্তু আকাশ কিন্তু বলছে অন্য কথা! কখনও মেঘ, কখনও রোদ, কখনও আবার রোদ-বৃষ্টি একসঙ্গে! হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। আপাতত এটা উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। কিন্তু আর ১২ ঘণ্টার মধ্যেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তার ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। আর তার জেরেই আগামী দুতিন দিন বাংলার প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলি এমনিতেই ভাসছে। এরওপর বৃষ্টি হলে, পশ্চিমের জেলাগুলির অবস্থা ভয়ঙ্কর হতে পারে! ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রথের দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে মূলত মেঘলা আকাশ। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুূড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।
রথের দিন সাত জেলায় বৃষ্টি হবে, বলছে হাওয়া অফিস। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। পশ্চিমাঞ্চল বাদ দিয়ে ভারী বৃষ্টির সতর্কতা নেই। শনি-রবি বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও মোটামুটিভাবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি হবে, তবে প্যাচপ্যাচে গরম কি কমবে? বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি কিন্তু বাড়বে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৯২ শতাংশ। বৃষ্টি হয়েছে ৬.৬ মিলিমিটার।
নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তাই বৃহস্পতি-শুক্রবার এই দুদিন আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।