Weather Update: নামবে বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস, কেমন কাটবে আগামী ৪ দিন, রইল আবহাওয়ার আপডেট

Weather Update: উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

Weather Update: নামবে বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস, কেমন কাটবে আগামী ৪ দিন, রইল আবহাওয়ার আপডেট
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 12, 2025 | 8:32 AM

কলকাতা: জোড়া অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাব বাংলায়। উত্তরবঙ্গ ও সিকিম সংলগ্ন এলাকায় রয়েছে সেই ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। তার প্রভাবেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। ফলে সকালের দিকে গরম লাগলেও, সন্ধ্যার পর আবহাওয়া আরামদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টি চলবে আগামী মঙ্গল বা বুধবার পর্যন্ত। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দক্ষিণে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমের জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনি ও রবিবার বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল।