কলকাতা: সকাল থেকেই আকাশ মেঘলা। ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে কোথাও-কোথাও। আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবারও সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। হবে মাঝারি বৃষ্টি। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। অপরদিকে, উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বর্তমানে ঘূর্ণাবর্তটি উত্তর প্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার,কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামিকালও ভারি বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
শনিবার কমবে বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার,কোচবিহার জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। এ দিকে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যেহেতু বৃষ্টি হবে কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম,মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।