
কলকাতা: এই কিছু দিন আগে, মানে জুন মাসের মাঝামাঝি আরকী! এত্ত গরম, যে রাস্তায় বেরোলেই ঘেমেনেয়ে একাকার অবস্থা। সকলের মুখে-মনে একটাই চাওয়া, বৃষ্টিটা কবে আসবে! বৃষ্টি এল… আর শেষ সপ্তাহখানেক ধরে এমনই পরিস্থিতি, যে আর থামার নামগন্ধও নেই! একটানা বৃষ্টি, আকাশ যেন ফুটো হয়ে গিয়েছে! এবার প্রশ্ন বৃষ্টি থামবে কবে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টির হাত থেকে মুক্তি দক্ষিণবঙ্গের।
আগেই আবহাওয়া দফতর জানিয়েছিলেন, দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপ আস্তে আস্তে সরছে ঝড়খণ্ড-ওড়িশার দিকে। একটু ধীরে হলেও, আস্তে আস্তে বাংলা থেকে সরছে নিম্নচাপ। তাই রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। তবে একেবারেই বৃষ্টি যে কমে যাবে, তা নয়। একটানা ভারী বৃষ্টি, যে আরকী গত শুক্র-শনিবার থেকে চলছিল, সেটা কমে যাবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অর্থাৎ যেখানে মেঘ, সেখানেই বৃষ্টি! এই বৃষ্টি-এই নেই। পশ্চিমাঞ্চলের জেলা, মানে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার দিকে অল্প বৃষ্টি হচ্ছে।
তবে এখন যে কথাটা বলব, নিম্নচাপ সরছে, তবে কপালের ভাঁজ পাতলা হচ্ছে না এখনই। বৃষ্টি কমলেও জমা জলের দুর্ভোগ থাকছেই। পশ্চিমের একাধিক জেলায় নদীর জল উপচে প্লাবন। ঝাড়খণ্ডে নিম্নচাপ সরছে, ফলে সেখানে বৃষ্টি বাড়বে। ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়বে, জলে বিপত্তি আরও বাড়তে পারে।
বৃষ্টি কমায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ঘাম হতে শুরু করবে। দিন-রাতের তাপমাত্রাও কিছুটা বাড়বে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।