Weather Forecast: বসন্তেও শীতের আমেজ, মার্চের শীতলতম ভোর দেখল কলকাতা

Kaamalesh Chowdhury | Edited By: অংশুমান গোস্বামী

Mar 11, 2024 | 10:22 AM

ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা গড়াতেই তা উধাও হচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই চড়ছে রোদ। তখন গরমের অস্বস্তি বেশ টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের তরফেও দ্রুত হাওয়াবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ন্যূনতম তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রিতে পৌঁছে যাবে।

Weather Forecast: বসন্তেও শীতের আমেজ, মার্চের শীতলতম ভোর দেখল কলকাতা
কলকাতার আবহাওয়া

Follow Us

কলকাতা: বসন্ত এসে গিয়েছে। কিন্তু শীতের আমেজ এখনও পুরোপুরি উধাও হয়নি। বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এখন অনেকটা এ রমকই। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েক দিনের থেকে আরও কিছুটা কমেছে। সোমবার সকালে শীত শীত ভাব ভালোই টের পেয়েছেন কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় এটিই মার্চের শীতলতম ভোর।

তবে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা গড়াতেই তা উধাও হচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই চড়ছে রোদ। তখন গরমের অস্বস্তি বেশ টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের তরফেও দ্রুত হাওয়াবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ন্যূনতম তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার এই পার্থক্যের জেরে অনেকেই সর্দি-কাশির সমস্যায় জেরবার হচ্ছেন।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। তবে সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। এবং বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

Next Article