Weather Update: ধেয়ে আসছে বর্ষা, কবে কোথায় ঝাঁপিয়ে বৃষ্টি, তারিখ ধরে বলে দিলেন বিশেষজ্ঞরা

Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Update: ধেয়ে আসছে বর্ষা, কবে কোথায় ঝাঁপিয়ে বৃষ্টি, তারিখ ধরে বলে দিলেন বিশেষজ্ঞরা
ধেয়ে আসছে বৃষ্টিImage Credit source: PTI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 14, 2025 | 5:50 PM

কলকাতা: আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি এবং উপরের পাঁচটি জেলায় অপেক্ষাকৃত একটু বেশি বৃষ্টি হবে। ১৬ তারিখ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হবে।

১৭ তারিখ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ১৭ তারিখ দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে। ১৮ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে।

১৯ ও ২০ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে কুড়ি তারিখ উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সতর্কবার্তা।