
কলকাতা: ভ্যাপসা গরম, মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি। তাতে আরও বাড়ছে ভ্যাপসা গরম। পশ্চিমাঞ্চলের গরমের দাপট একেবারে মাথা খারাপ করা মতন! রাস্তায় বেরোলেই একেবারে গলদঘর্ম অবস্থা। কিন্তু কবে থেকে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি? প্রশ্ন বঙ্গবাসীর। এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৭-১৮ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গপোসাগরে।
এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। ১৫ তারিখ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম বাদ দিয়ে প্রায় সব জেলাতে বৃষ্টি হবে। রবিবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ বাদ দিয়ে সব জায়গায় বৃষ্টি হবে।
১৬ উত্তর বঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। ১৬ তারিখ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও দুই পরগণাতে ভারী বৃষ্টি, কলকাতা-সহ বাকি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।
১৭ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
১৭ উত্তরবঙ্গেও সব জেলাতে বৃষ্টি বাড়বে ।
১৮ তারিখ বর্ষা ঢুকবে, দক্ষিণবঙ্গে সব জেলাতে ভারি বৃষ্টি।
১৮ তারিখ উত্তরবঙ্গের কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বাদ দিয়ে সব জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১৯ তারিখ দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান বাদ দিয়ে বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
১৯ তারিখ উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর বাদ বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
২০ বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি, বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
২১ তারিখ দুই মেদিনীপুর ও দুই পরগনাতে ভারী বৃষ্টি বাকি জেলায় হালকা বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের সব জায়গায় ৩০-৪০ কিমি ঝড় হাওয়া-সহ বৃষ্টিহবে।
১৮ তারিখ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সব জেলায় ৩০-৪০ কিমি ঝড় সহ বৃষ্টি হবে।
১৯ তারিখ শুধু পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে বাকি জেলায় বৃষ্টি কমবে। অর্থাৎ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, তাপমাত্রা বাড়ার আর কোনও সম্ভাবনা নেই, এবার থেকে কমবে তাপমাত্রা।