আজ বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে নামতে পারে পারদ

Feb 06, 2021 | 11:53 AM

মাঘের শেষ বেলায় ফের লুকোচুরি শুরু শীতের। শুক্রবারের পর শনিবার সকালেও তাপমাত্রা বেড়েছে। তবে বিকেলের পরই বৃষ্টির পূর্বাভাস। তেমনটা হলে মেঘ কাটতেই ছোট্ট ইনিংস খেলতে পারে শীত।

আজ বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে নামতে পারে পারদ
ফাইল ছবি

Follow Us

কলকাতা: আরও খানিকটা বাড়ল কলকাতার তাপমাত্রা। শনিবার ১৫ ডিগ্রি ছাড়াল তা। তবে এদিন রাতে কিংবা রবিবার সকালে বৃষ্টি হলে সোমবার থেকে ফের শীতের আমেজ অনুভূত হতে পারে রাজ্যে। ফিরতে পারে শীত।

গত দু’দিন ধরেই তাপমাত্রা বেড়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় ২ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার জেরে এদিন রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে মাঝারি এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মালদহে পৌঁছলেন নাড্ডা, আজ রাজ্যে শুরু ‘পরিবর্তন যাত্রা’

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। দু’ এক জায়গায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই লাচুংয়ে তুষারপাত হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও বীরভূমে।

Next Article