
কলকাতা: বৃষ্টি কমেছে। খটখটে রোদও উঠেছে। প্লাবিত এলাকা থেকে জল নামতে শুরু করেছে। কিছুটা হলেও রেহাই। তবে একটা খারাপ খবরও রয়েছে। কী সেই, খবর, তা নিয়ে আজকের হাওয়া মোরগের পর্বে আমি শর্মিষ্ঠা।
দুদিনের মধ্যে আবারও নিম্নচাপ। বুধবার, ১৩ অগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। ফলে আবারও বৃৃষ্টির পূর্বাভাস।
তবে এবার বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গে আজ ও কাল অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে আগামী দুদিন। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে।
বুধবার বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
তবে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি যে বেড়েছে, তা গত দুদিনে বুঝতেই পারছেন। আজ স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ। তাই গরম, মাঝেমধ্যে বৃষ্টি, সঙ্গে ঘামের কারণে অস্বস্তি! আপাতত কয়েকদিন এটাই ওয়েদার আপডেট! আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৩ শতাংশ।