Weather Update: গরমে জ্বলবে শরীর, অন্তত এই সপ্তাহে তো বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই

West bengal Weather Update: আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও আশাই নেই। অন্তত রবিবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ৮ জেলায় লাল সতর্কতা। দশ জেলায় কমলা সতর্কতা।

Weather Update: গরমে জ্বলবে শরীর, অন্তত এই সপ্তাহে তো বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই
গরমের হাত থেকে রেহাই নেই

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 25, 2024 | 10:48 AM

কলকাতা: বৈশাখী অগ্নিবাণে পুড়ছে বাংলা। রাজ্যের সমতল জুড়ে দহন-দাপট অব্যাহত। বৃষ্টির কোনও আশাই নেই। বাইরে বের হওয়াই দায়। কলকাতা হোক বা বাঁকুড়া, মেদিনীপুর হোক বা মালদহ কিংবা ডুয়ার্স সর্বত্র একই ছবি। আপাতত এই গরমের দাপট থেকে মিলবে না রেহাই। অন্তত তেমনটাই বলছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ সকাল থেকেই কার্যত দাপট বাড়াতে শুরু করেছে গরম। ভোর ছ’টায় মারত্মক সূর্যের তেজে ধীরে ধীরে তাতছে দক্ষিণবঙ্গ। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে গরমের দাপট যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।আগামী এক সপ্তাহে বৃষ্টির কোনও আশাই নেই। অন্তত রবিবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। ৮ জেলায় লাল সতর্কতা। দশ জেলায় কমলা সতর্কতা। কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি পেরনোর আশঙ্কা। ফের ৪৪ ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমের পারদ।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলায় বাড়তে পারে তাপপ্রবাহ। তবে সব থেকে বেশি তাপমাত্রার বৃদ্ধি দেখা যাবে সপ্তাহান্তে। তাপমাত্রার বড় লাফ দেখা যেতে পারে শুক্র ও শনিবার।