কলকাতা: পূর্বাভাস ছিলই। শনিবার রাতভর কলকাতা ও বিভিন্ন জেলায় চলল বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া, থেকে থেকেই মেঘের গুরু শব্দ। রবিবার ভোরেও বৃষ্টি হয়েছে শহরে। রবিবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১.০ মিলিমিটার। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ছত্তিসগঢ়ের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় এই বৃষ্টিপাত।
যদিও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। ঝলমলে রোদেরও দেখা মিলবে। এর জেরেই রবিবার রাত থেকে পারদ পতন শুরু হবে। অর্থাৎ সোমবার থেকে ফের ঠান্ডা পড়তে পারে বঙ্গে। বুধবার পর্যন্ত শীতের আরও একটা ছোট্ট পর্ব অনুভূত হতে পারে রাজ্যে।
রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। বৃষ্টিভরা মেঘ অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের দিকে সরে গেলেও সোমবার থেকে কুয়াশার সতর্কতা জারি হয়েছে রাজ্যজুড়ে। আগামী তিনদিনে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত।