কলকাতা: সামান্য বাড়ল বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী তিনদিন পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে রবিবার থেকে ফের জাঁকিয়ে ঠান্ডার আভাসও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। সকাল থেকেই কনকনে হাওয়া আর হালকা কুয়াশায় ঢাকা মহানগর। জেলাগুলিতে ভালই ঠান্ডা মালুম হচ্ছে।
আবহাওয়া দফতর বলছে, আগামী ৭২ ঘণ্টায় সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবারের পর ফের নামবে পারদ। আগামী সোমবার থেকে বুধবার শীতের একটা ছোট্ট ইনিংসও টের পাবে বাংলা।
আরও পড়ুন: ভাঙড়ে ‘মাটি মাফিয়াদের ডেরায়’ হানা পুলিশের
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝায় কিছুটা আটকে উত্তুরে হাওয়া। তবে উত্তর-পশ্চিম ভারতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর সেটাই বাংলায় টেনে আনবে শীতের আমেজ। তাপমাত্রা নামাতে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত। সপ্তাহান্তে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সিকিম, দার্জিলিংয়ে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় অতি হালকা বৃষ্টিও হতে পারে।