Weather Update: আসছে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত, পড়বে শিল, দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

Weather Update: দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা থাকছে।

Weather Update: আসছে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত, পড়বে শিল, দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
কবে-কোথায় হবে বৃষ্টি?Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 19, 2025 | 5:58 PM

কলকাতা: সদ্য বিদায় নিয়েছে শীত। বসন্তের হাওয়া একটু-আধটু উপভোগ করতে শুরু করেছে বাঙালি। তার মধ্যেই দুর্যোগের পূর্বাভাস। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে আপডেট দেওয়া হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টি হবে, বইবে ঝোড়ো হাওয়াও।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গনা পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে, যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আর তারই প্রভাবে বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে হবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে।

বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা থাকছে।

আগামী শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হবে বলে জানানো হয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

উত্তরবঙ্গে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে।