
কলকাতা: একদিকে বর্ষা ঢুকে পড়েছে দেশের অন্য প্রান্তে, অন্যদিকে দানা বেঁধেছে নিম্নচাপ। সোমবার থেকেই পাল্টে গিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের পরিস্থিতি। কয়েকদিন আগেও গলদঘর্ম অবস্থা হচ্ছিল সাধারণ মানুষের, আর এখন বৃষ্টি সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। জমা জলে বিপদের সম্ভাবনাও বাড়ছে।
বাংলার দুয়ারে যে দুর্যোগ কড়া নাড়ছে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এবার
নিম্নচাপের পূর্বাভাস স্পষ্টতর হচ্ছে। তার জেরেই আরও বাড়বে বৃষ্টি। এমনটাই জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ও উত্তরের ৫টি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা, হাওড়ায়। নীচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কাও থাকছে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার রিপোর্ট বলছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম হয়েছে ঘূর্ণাবর্তের। আজই নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে। এই নিম্নচাপের প্রভাবেই বৃষ্টির দাপট বাড়বে গোটা রাজ্যে।