West Bengal Weather: সামনের ৩ দিনেই ঘুরবে ‘খেলা’, শহরের তাপমাত্রা কতটা নামবে জানেন

Winter Update: পশ্চিমী ঝঞ্ঝার জেরে গত কয়েকদিন ধরে পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশা বলয় তৈরি হয়েছিল। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে একাধিক জেলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একই অবস্থা। এই ঝঞ্ঝা এবার সরে যাওয়ার সময় হয়েছে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

West Bengal Weather: সামনের ৩ দিনেই ঘুরবে খেলা, শহরের তাপমাত্রা কতটা নামবে জানেন
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 23, 2025 | 10:29 AM

কলকাতা: শীত পড়ছে না বলে যাঁরা আক্ষেপ করছিলেন, তাঁদের জন্য সুখবর। এবার নামছে পারদ। ভরা ডিসেম্বরেও ১৫-১৬ ডিগ্রি তাপমাত্রা পছন্দ করছিলেন না শীতপ্রেমীরা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সেই আবহাওয়া থেকে মুক্তিও পাচ্ছিল না বঙ্গবাসী। বড়দিনের ছুটিটা অন্তত একটু জাঁকিয়ে শীত পড়ুক, চাইছিলেন বাঙালিরা। সেই আশা মিটতে চলেছে অবশেষে। এবার পড়বে হাড়কাঁপানো শীত।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঝঞ্ঝা কেটে যাওয়ায় একটু একটু করে তাপমাত্রা কমতে শুরু করেছে। সেই সঙ্গে কুয়াশা চাদরও সরে যাচ্ছে।

ঘন কুয়াশার হাত থেকে আপাতত মুক্তি মিলবে। এবার শুকনো শীতের খেলা শুরু। আবহাওয়াবিদরা জানাচ্ছেন কাশ্মীরে তুষারপাত বেড়েছে, ফলে জোর বাড়বে উত্তুরে হাওয়ার। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার আশা রয়েছে। অর্থাৎ আগামী ২৫ ডিসেম্বর, বড়দিন থেকে জমিয়ে শীতের পূর্বাভাস থাকছে।

আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুরের এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বড়দিনের পরই ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা।

তবে উত্তরবঙ্গে কুয়াশার দাপট এখনও জারি। ঘন কুয়াশার চাদড়ে মুড়ে গিয়েছে গোটা ডুয়ার্স। বড়দিনের আগে মঙ্গলবার ডুয়ার্সের একাধিক এলাকায় জাঁকিয়ে শীত পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে শীত এবং কুয়াশার দাপটও। রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক সর্বত্রই প্রায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি। আলো জ্বালিয়ে যানবাহন চলছে। সড়কে দেখা মিলছে খুব কম সংখ্যক মানুষের। ধূপগুড়িতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।