
কলকাতা: ফের সক্রিয় বর্ষা। রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টি। সোমবার রাত থেকেই সেই সম্ভাবনা বেশ টের পাওয়া যাচ্ছে। রাতেই বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী একাধিক জেলায়। আগামী কয়েকদিনে বাংলার উত্তর থেকে দক্ষিণে কী পরিস্থিতি তৈরি হবে, সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ৬ দিন অর্থাৎ প্রায় এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বুধবার দক্ষিণের চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া। বৃহস্পতিবার দক্ষিণের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতার কথা বলেছে হাওয়া অফিস। সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও মুর্শিদাবাদে। কলকাতায় রোজই বিক্ষিপ্ত বৃষ্টি-বাদলার পূর্বাভাস থাকছে। অর্থাৎ আগামী কয়েকদিন রাস্তার জমা জল, যানজট পেরিয়েই গন্তব্যে পৌঁছতে হবে, তা বেশ বোঝা যাচ্ছে।
একটানা বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা আরামদায়ক হলেও, বৃষ্টি কমলেই যেভাবে আপেক্ষিক আর্দ্রতার বাড়াবাড়িতে গলদঘর্ম অবস্থা হচ্ছে, তা আপাতত কমছে না। এদিকে, বিভিন্ন জেলায় কৃষকদের চাষের ক্ষতিও লক্ষ্যণীয়। অনেক জমি জলের তলায় থাকায় কৃষকদের ক্ষতি হচ্ছে। বহু জায়গায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে।