Weather Update: এই পাঁচ জেলার বাসিন্দা হলে খুব সাবধান! আলিপুর থেকে এল বড় আপডেট, ৭ ডিগ্রিতে কাঁপছে বাংলা

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 13, 2024 | 10:08 AM

Weather Update: বৃহস্পতিবার থেকেই ঠান্ডায় কাঁপছে গোটা শহর। হালকা হলেও অনুভূত হচ্ছে শীত। ঠান্ডায় কালিম্পংকে টেক্কা দিয়েছে পুরুলিয়া।

Weather Update: এই পাঁচ জেলার বাসিন্দা হলে খুব সাবধান! আলিপুর থেকে এল বড় আপডেট, ৭ ডিগ্রিতে কাঁপছে বাংলা
বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: শীত আসছে না বলে যাঁরা আফশোস করছিলেন, তাঁরা এবার খুশি! বৃহস্পতিবার থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা। শুক্রবার সকাল থেকে তো রীতিমতো কনকনে ঠাণ্ডা উপভোগ করছে রাজ্যবাসী। তাপমাত্রা নেমেছে অনেকটাই। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর থেকে এল বড় আপডেট। আগামী দুদিন ধরে জাপটে ধরবে শীত।

কনকনে হাওয়ায় বাংলা জুড়ে শীতের দাপট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা কমবে আরও। আগামিকাল, শনিবার ১২ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ। স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রা। পুরুলিয়ায় শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি ও বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নামল ৮.২ ডিগ্রিতে।

এবার রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও।

এই খবরটিও পড়ুন

আজ, কোথায় কত তাপমাত্রা (সর্বনিম্ন), জেনে নিন, একনজরে

আসানসোল- ৯.৫ ডিগ্রি
কোচবিহার- ৯.৭ ডিগ্রি
বর্ধমান- ১০.০ ডিগ্রি
জলপাইগুড়ি- ১০.২ ডিগ্রি
বাঁকুড়া- ১১.৪ ডিগ্রি
হাওড়া- ১১.৪ ডিগ্রি
দিঘা- ১২.০ ডিগ্রি
আলিপুর- ১৪.০ ডিগ্রি
দমদম- ১৪.০ ডিগ্রি

বোঝাই যাচ্ছে, আগামী কয়েকদিন চাদর-সোয়েটারে নিজেকে মুড়ে রাখাই হবে বুদ্ধিমানের কাজ।

Next Article