Weather: ঘুরছে হাওয়া, সপ্তাহান্তে ভালই টের পাবেন শীতের আমেজ

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Nov 21, 2023 | 1:16 PM

Weather: কলকাতায় মঙ্গলবার পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলা সামান্য অস্বস্তি হতে পারে। তবে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল সন্ধ্যায় মালুম হবে শীতের হালকা আমেজও। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।

Weather: ঘুরছে হাওয়া, সপ্তাহান্তে ভালই টের পাবেন শীতের আমেজ
নতুন কী খবর দিল হাওয়া অফিস
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দিনেরবেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও সকালের দিকে ও বিকালের পর তাপমাত্রা নামছে শহরে। জেলাগুলিতেও ঠান্ডার আমেজ। এখনই জাঁকিয়ে শীত না পড়লেও সকাল সন্ধ্যায় শীতের এই আমেজ থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রাও আরও কিছুটানামতে পারে। উইকেন্ডে জমিয়ে শীতের আমেজ উপভোগেরও সুযোগ পাবেন বঙ্গবাসী। শীতের অনুকূল পরিস্থিতিই রাজ্যে। তবে পুরোপুরি শীত পড়তে এখনও কিছুটা অপেক্ষা করতেই হবে।

কলকাতায় মঙ্গলবার পরিষ্কার আকাশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলা সামান্য অস্বস্তি হতে পারে। তবে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল সন্ধ্যায় মালুম হবে শীতের হালকা আমেজও। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শুক্রবার ও শনিবার ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস। আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার বিকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Next Article