Weather Report: পয়লা বৈশাখ পোড়াবে নাকি ঝড়বৃষ্টি? হাওয়া অফিস জানিয়ে দিল…

Kaamalesh Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Apr 13, 2024 | 2:07 PM

Weather: গত সপ্তাহেই যেভাবে তাপমাত্রা বেড়েছে, কার্যত তেতেপুড়ে নাকাল হতে হয়েছে বঙ্গবাসীকে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি রীতিমত পুড়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার মত জেলাগুলিতে যেমন তাপমাত্রা বেড়েছে, দমদম-আলিপুরও পিছিয়ে ছিল না।

Weather Report: পয়লা বৈশাখ পোড়াবে নাকি ঝড়বৃষ্টি? হাওয়া অফিস জানিয়ে দিল...
কী বলছে হাওয়া অফিস?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বৈশাখের শুরুতেই আবারও ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। সোমবার থেকে উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। ভরদুপুরে সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ আবহাওয়া দফতরের। তবে উত্তরবঙ্গে রোজই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবারই পয়লা বৈশাখ। চৈত্রেই তাপমাত্রা যেভাবে চড়চড়িয়ে বেড়েছে, তাতে বৈশাখ জ্যৈষ্ঠ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।

গত সপ্তাহেই যেভাবে তাপমাত্রা বেড়েছে, কার্যত তেতেপুড়ে নাকাল হতে হয়েছে বঙ্গবাসীকে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি রীতিমত পুড়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার মত জেলাগুলিতে যেমন তাপমাত্রা বেড়েছে, দমদম-আলিপুরও পিছিয়ে ছিল না।

হাওয়া অফিস বলছে, রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। ৪০ ডিগ্রি অবধি পৌঁছে যেতে পারে এ মরসুমের গরম আবারও। তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। কিছুদিন আগেই ঝড় দুর্যোগে বড় ক্ষতির মুখে পড়তে হয় প্রায় ৫০০ পরিবারকে। প্রাণহানির মত ঘটনা ঘটেছে। আপাতত রোজই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে উত্তরের জেলাগুলিতে।

Next Article