Weather of Durga Puja: হেমন্তের ছোঁয়া ষষ্ঠীতেই, কলকাতার পারদ নামল ২৪ ডিগ্রিতে, তবে খারাপ খবরও থাকছে পুজোর আবহাওয়ায়

Puja Weather: নবমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দশমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহবিদরা বলছেন, নিম্নচাপের সে অর্থে প্রভাব পড়তে পড়তে পুজো মিটেও যেতে পারে।

Weather of Durga Puja: হেমন্তের ছোঁয়া ষষ্ঠীতেই, কলকাতার পারদ নামল ২৪ ডিগ্রিতে, তবে খারাপ খবরও থাকছে পুজোর আবহাওয়ায়
পুজোর আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস

| Edited By: সায়নী জোয়ারদার

Oct 20, 2023 | 1:30 PM

কলকাতা: শুকনো হাওয়ায় কমল তাপমাত্রা। কলকাতার পারদ নামল ২৪ ডিগ্রিতে। বাংলাজুড়ে হেমন্তের ছোঁয়া। তবে এরইমধ্যে নিম্নচাপেরও চোখরাঙানি রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নবমীর দিন গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

তবে নিম্নচাপের কতটা প্রভাব পড়বে বাংলায়? দুর্যোগের কোনও আশঙ্কা আছে কি? হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই। তবে নিম্নচাপের পরোক্ষ পড়বে দক্ষিণবঙ্গে।

নবমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দশমীতে কলকাতা-সহ ৬ জেলায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহবিদরা বলছেন, নিম্নচাপের সে অর্থে প্রভাব পড়তে পড়তে পুজো মিটেও যেতে পারে।