Weather Update: ডিসেম্বরের ৩ দিনে কলকাতায় আসতে চলেছে বড় ধরনের বদল! তারিখ জেনে নিন

Souvik Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 08, 2023 | 5:13 PM

Weather Update: তবে আবহাওয়াবিদরা এটাও জানাচ্ছেন,  উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং ছাড়া বাকি কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তুষারপাতেরও  সম্ভাবনা থাকছে। বাকি জায়গায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে।

Weather Update:  ডিসেম্বরের ৩ দিনে কলকাতায় আসতে চলেছে বড় ধরনের বদল! তারিখ জেনে নিন
শীত কবে পড়বে?
Image Credit source: Tv9 Bharatbarsh

Follow Us

কলকাতা:  বৃষ্টি হয়নি। তবে সকাল থেকেই রাজ্যের বেশিরভাগ জেলায় আকাশের মুখ ভার। তবে কি আবারও বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর হতাশ করেনি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে। শুক্রবার প্রথম ২৪ ঘণ্টায় একটু আংশিক মেঘলা আকাশ থাকছে। শনিবার থেকে মেঘলা আকাশের ভাবও কেটে যাবে‌। বেরোবে ঝলমলে রোদ।

তবে আবহাওয়াবিদরা এটাও জানাচ্ছেন,  উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং ছাড়া বাকি কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তুষারপাতেরও  সম্ভাবনা থাকছে। বাকি জায়গায় মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আগামী ৩ দিনে রাতে তাপমাত্রা কমতে থাকবে। কলকাতার ক্ষেত্রে ১১, ১২, ১৩ ডিসেম্বর, এই সময়টা তাপমাত্রা কম থামবে। তিন দিন নামার পর আবার একটু ওঠার সম্ভাবনা থাকছে। কোথাও কোনও সতর্কবার্তা এই মুহূর্তে নেই।  রাতের তাপমাত্রা কমবে তিন থেকে পাঁচ ডিগ্রির মতো।

কলকাতার এই তিন দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। সোয়েটর, কম্বলে উপভোগ করতে পারবেন কলকাতাবাসী। সঙ্গে খেজুরের রস! আহা! বৃষ্টি, স্যাঁতস্যাঁতে আবহ কাটিয়ে শীতের সুখ উপভোগ করেই নিন আপাতত।

Next Article