
কলকাতা: সময়ের আগেই এসেছে বর্ষা। গত কয়েকদিন ধরে রীতিমতো জানান দিচ্ছে সেই বর্ষা। এবার আরও দুর্যোগের বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা যে সক্রিয় সে কথা জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এবার দুর্যোগের আশঙ্কার কথাও বলা হল।
জুন মাস প্রায় শেষের পথে। এই মাসের শেষে আরও বৃষ্টি হবে বলে সতর্কবার্তা দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে বর্ষার বৃষ্টি আর নিম্নচাপের জেরে ভাসবে দক্ষিণবঙ্গ।
নতুন নিম্নচাপের বৃষ্টিতে ফের প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি দেখা গিয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হয়েছে প্রায় প্রতিদিনই। আজ, শনিবার থেকে শুরু করে আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গে।
উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে আজ, শনিবার দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই আবহাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। গত সপ্তাহেই ঘাটাল, চন্দ্রকোনার মতো এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আবারও বৃষ্টি হলে, কীভাবে সামাল দেওয়া হবে, তা ভেবে পাচ্ছেন না ওই সব এলাকার মানুষজন।